March 5, 2013

সিঙ্গাপুরে কী এমন টাকার মোচা পেলেন, যে যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়ালেন : খালেদাকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, 'শুনেছি তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসার জন্য। কিন্তু দেশে এসেই যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন।' শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা মৌজায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের নদীরতীর রক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, 'সেখানে কী এমন টাকার মোচা পেলেন যা নিয়ে দেশে এসে যুদ্ধাপরাধীদের পক্ষে আন্দোলনের ঘোষণা দিলেন।' প্রধানমন্ত্রী আরো বলেন, একাত্তর সালে যারা আমাদের মা-বোনদের নির্যাতন করেছে, নিরস্ত্র জনতাকে হত্যা করেছে, সেসব যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম শুরু হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মতো তাদের রায়ও বাংলার মাটিতে কার্যকর করা হবে।

এদিকে মাদারীপুরের এ আর হাওলাদার জুট মিল মাঠে অপর এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, 'আপনি কোনোভাবেই রাজাকারদের বাঁচাতে পারবেন না। বাংলাদেশ রাজাকারমুক্ত হবেই। যুদ্ধাপরাধী মানবতাবিরোধীদের বাঁচানোর জন্য বাসে আগুন দিচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে। আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে, হরতাল দিয়ে তাদের বাঁচাতে পারবেন না। তিনি জামায়াত-শিবিরকে বাঁচাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে হরতালের ডাক দেন। দেশে বর্তমানে এসএসসি পরীক্ষা চলছে। তিনি তো ম্যাট্রিক পাস করেননি। তাই আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়া শিখুক তা তিনি চান না।'

No comments:

Post a Comment

Khoj Khobor