July 24, 2012

নুহাশপল্লীতে চিরনিন্দ্রায় শায়িত হলেন হুমায়ূন আহমেদ


নুহাশপল্লীতে চিরনিন্দ্রায় শায়িত হলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। আজ বাদ যোহর ৩য় জানাজার পর তাকে নুহাশপল্লীর লিচুতলায় কবরস্থ করা হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এসময় অন্যদের মধ্যে হুমায়ূন আহমদের ভাই ড. মুহাম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব, তার বোন, ছেলে নুহাশ আহমেদ, স্থানীয় সাংসদ আকম মোজাম্মেল হক, টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ, অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, অভিনেতা ডা. এজাজুল ইলামসহ স্বজনেরা উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে বেশ বেগ পেতে হয়। কবরস্থ করার আগে শেষবারের মতো হুমায়ূন আহমেদের লাশ দেখার সুযোগ দেওয়া হয় স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নুহাশ, মেয়ে শীলাসহ নুহাশপল্লীর কর্মচারীদের। এসময় অঝোরে কাঁদতে থাকেন শাওন। বিলাপ করতে থাকেন। প্রিয় মানুষটির চিরশয্যার সময় সবাই ছিল অশ্রুসিক্ত। বাবার মরদেহ কবরে নামাতে সহায়তা করে নুহাশ নিজেই। আর বড়ভাইকে কবরে নামানোর সময় কান্না ধরে রাখতে পারছিলেন না ছোটভাই ড. মুহাম্মদ জাফর ইকবাল। বৃষ্টি উপো করে হাজার হাজার গুণগ্রাহী ও ভক্তের উপস্থিতি জানান দিচ্ছিলো হুমায়ূন আহমেদের প্রতি ভালবাসার কথা। দাফন শেষ হওয়ার পরও অনেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

No comments:

Post a Comment

Khoj Khobor