September 18, 2011

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উত্পত্তিস্থল সিকিম

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ রোববার সন্ধ্যা ছয়টা ৪৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। স্থায়িত্ব ছিল এক মিনিট ৪০ সেকেন্ড। উত্পত্তিস্থল ভারতের সিকিম রাজ্য। এ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট,চাঁপাইনবাবগঞ্জ,নাচোল,পঞ্চগড়,যশোর,কুষ্টিয়া,খুলনা, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, জামালপুর,শেরপুর,মাদারগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এদিকে এই ভূমিকম্প ভারতের উত্তরাঞ্চলেও আঘাত হেনেছে বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ১১ মিনিটের দিকে ভারতে ভূমিকম্প আঘাত হানে। এর উত্পত্তিস্থল সিকিমের গ্যাংটক থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। ভূমিকম্পটি দিল্লি ও উত্তর ভারতে আঘাত হেনেছে। বিশেষ করে পাটনা, কলকাতা, লক্ষেৗ, জয়পুর, ঝাড়খন্ড, গোয়াহাটিসহ বেশ কিছু জায়গায় এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভারতেও এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Khoj Khobor