March 1, 2011

অস্কার ২০১১ - সেরা ছবি 'কিংস স্পিচ' সেরা অভিনেতা কলিন অভিনেত্রী নাটালি


অস্কার ঘোষণার আগে থেকেই চলচ্চিত্র প্রেমিক ও সমালোচকরা মোটামুটি একটা ধারণা পেয়ে যায়, কোন ছবি জিতবে অস্কার কে হবেন সেরা অভিনেতা, কার হাতেই বা উঠবে সেরা অভিনেত্রীর পুরস্কার কিন্তু এবার একটু ব্যতিক্রম হজম করতে হয়েছে চলচ্চিত্র দুনিয়াকে অপেক্ষাকৃত স্বল্প বাজেট এবং অপেক্ষাকৃত কম আলো ছড়ানো ব্রিটিশ ছবি 'দ্য কিংস স্পিচ' অনেক বাঘা বাঘা নির্মাতার প্রত্যাশাকে মাটি চাপা দিয়ে জয় করেছে এবারের অস্কার

৮৩তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরে ২৫টি ক্যাটাগরির মধ্যে 'দ্য কিংস স্পিচ' ছবিটি সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ছবিটিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার লাভ করেছেন কলিন ফার্থ ছবিটির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন টম হুপার অন্যদিকে, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাটালি পোর্টম্যান 'বস্ন্যাক সোয়ান' ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি এই পুরস্কার পান যুক্তরাষ্ট্রের লস আ্যঞ্জেলসের বিখ্যাত কোডাক থিয়েটারে গতকাল এই রবিবার এই পুরস্কার প্রদান করা হয়

অপরদিকে, ক্রিস্টিয়ান বেইল এবং মেলিসা লিও যথাক্রমে শ্রেষ্ঠ পাশর্্ব অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন 'দ্য ফাইটার' ছবিতে অভিনয়ের জন্য তারা এ পুরস্কার পান 'দ্য কিংস স্পিচ' মোট চারটি পুরস্কার পেয়েছে এগুলো হলো, শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্য

হাইটেক থ্রিলার ছবি 'ইনসেপসন' পেয়েছে চারটি অস্কার পুরস্কার শ্রেষ্ঠ ছবির জন্য তুমুল প্রতিদ্বন্দ্বিতাকারী 'দ্য সোশ্যাল নেটওয়ার্ক' পেয়েছে তিনটি পুরস্কার পূর্ণদৈর্ঘ্য এ্যানিমেটেড ছবি 'টয় স্টোরি-৩' পেয়েছে দুটি পুরস্কার
সঙ্গীত বিভাগে ফেসবুকের ঘটনা নিয়ে নির্মিত ছবি 'দ্য সোশ্যাল নেটওর্য়াক' সঙ্গীতের জন্য সেরা মৌলিক স্কোর-এর অস্কারে সম্মানিত হয়েছেন অ্যারন সরকিন সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার জিতেছে ডেনেমার্কের ছবি' ইন আ বেটার ওয়ার্ল্ড'

সেরা অভিনেতার পুরস্কার হাতে নিয়ে ক্রিস্টিয়ান বেইল তার প্রতিক্রিয়ায় বলেন, এটাই তার জীবনের সবচে স্মরণীয় মূহুর্ত অন্যদিকে সেরা অভিনেত্রী সন্তানসম্ভবা নাটালি কৌতুক করে বলেন, পুরস্কার ঘোষণার সময় আমার সন্তানও গর্ভে বসে হাত পা ছোড়াছুড়ি করে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এটা অপার্থিক এক অনুভূতি!

No comments:

Post a Comment

Khoj Khobor