মুক্তিযোদ্ধা ও পপগুরু আজম খানের মুখগহ্বরে সফল অস্ত্রোপচার হয়েছে। গতকাল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত অস্ত্রোপচার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়। এ সময় অস্ত্রোপচার কক্ষে নাক ও গলা বিশেষজ্ঞ এন্ড্রু লয় হেঙ চিয়ানের নেতৃত্বে ছিলেন প্লাস্টিক সার্জন ড. এরিক অ্যাঙ, অনুভূতিনাশক বিশেষজ্ঞ টেরেন্স কুয়াহ ও হাসপাতালের একদল চিকিৎসক। সিঙ্গাপুরে আজম খানের সফরসঙ্গী কুলএক্সপোজারের স্বত্বাধিকারী এরশাদুল হক টিংকু গতকাল বিকেলে জানান, 'অস্ত্রোপচার সফল হয়েছে। বাংলাদেশের পপগুরু সবার কাছে দোয়া চেয়েছেন।'
সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার আধ ঘণ্টা পর আজম খানের জ্ঞান ফিরে। তিনি চোখ খুলে তাকালে কৃত্রিম উপায়ে তার বিভিন্ন ইন্দ্রিয় অচেতন করে রাখা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে [আইসিইউ] নিয়ে যাওয়া হয়। এখানে তাকে আগামীকাল পর্যন্ত রাখা হবে। পরবর্তী এক সপ্তাহ তাকে শুধু পাইপের সাহায্যে তরল খাবার দেওয়া হবে। চিকিৎসকরা জানান, আগামী এক সপ্তাহ কেবিনে পুরোপুরি বিশ্রামেই থাকতে হবে আজম খানকে।
সিঙ্গাপুরে আজম খানের পজিট্রন ইমিশন টুমোগ্রাফি ও ম্যাগনেটিক রেজোনেন্স ইম্যাজিং পরীক্ষার প্রতিবেদনে তার জিহ্বার নিচে ক্যান্সার ধরা পড়ে। সে পরিপ্রেক্ষিতে এই অস্ত্রোপাচার করা হয়।
সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার আধ ঘণ্টা পর আজম খানের জ্ঞান ফিরে। তিনি চোখ খুলে তাকালে কৃত্রিম উপায়ে তার বিভিন্ন ইন্দ্রিয় অচেতন করে রাখা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে [আইসিইউ] নিয়ে যাওয়া হয়। এখানে তাকে আগামীকাল পর্যন্ত রাখা হবে। পরবর্তী এক সপ্তাহ তাকে শুধু পাইপের সাহায্যে তরল খাবার দেওয়া হবে। চিকিৎসকরা জানান, আগামী এক সপ্তাহ কেবিনে পুরোপুরি বিশ্রামেই থাকতে হবে আজম খানকে।
সিঙ্গাপুরে আজম খানের পজিট্রন ইমিশন টুমোগ্রাফি ও ম্যাগনেটিক রেজোনেন্স ইম্যাজিং পরীক্ষার প্রতিবেদনে তার জিহ্বার নিচে ক্যান্সার ধরা পড়ে। সে পরিপ্রেক্ষিতে এই অস্ত্রোপাচার করা হয়।
No comments:
Post a Comment