July 15, 2010

"ফিরে এসে গান-অভিনয়ে আবার নিয়মিত হবো" - সিঙ্গাপুর যাওয়ার প্রাক্কালে এয়ারপোর্টে আজম খান

পপ গুরু-মুক্তিযোদ্ধা আজম খানকে উন্নত চিকিৎসার জন্য গতকাল দুপুর একটায় থাই এয়ারওয়েজে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। আজম খানের সার্বিক সহযোগিতার জন্য সঙ্গে ছিলেন তার একমাত্র ছেলে হৃদয় খান এবং কুল এক্সপোজারের নির্বাহী পরিচালক এরশাদুল হক টিংকু। গত রাতে সেখানে পৌঁছেই আজম খানকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে।

হাসপাতালে পিইটি টেস্টের পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, গেল সপ্তাহে দেশীয় চিকিৎসকদের পরীক্ষায় আজম খানের মুখ গহ্বরে ক্যান্সার ধরা পড়ে। জিহ্বার নিচে ছোট টিউমারের আকার নেয়া ক্যান্সার রোগটি যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সে জন্য দেশীয় চিকিৎসকরা তাকে অতি দ্রুত সিঙ্গাপুর নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় গেল এক সপ্তাহে আইয়ুব বাচ্চু, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, বামবা, এমআইবি, এলসিএস গিল্ড, বিভিন্ন টিভি চ্যানেল, প্রতিষ্ঠানসহ সবার সম্মিলিত উদ্যোগে আজম খানকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়।


এদিকে গতকাল বিমানে উঠার আগে বিমানবন্দর এক নম্বর টার্মিনাল চত্বরে আজম খান বেশ কিছু সময় কাটান মিডিয়া কর্মী-আত্মীয়-পরিজন-শিল্পী-ভক্তদের সঙ্গে। এসময় তার কোলে ছিল দু’বছর বয়সী নাতনি ফোয়ারা। আরও ছিলেন তার দুই কন্যা। বিমানে ওঠার আগে আজম খান বলেন, আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন। আর দোয়া চাই না। শুধু এটুকু বলি, ভাল হয়ে আমি শিগগিরই ফিরে আসছি। ফিরে এসে গান-অভিনয়ে আবার নিয়মিত হবো। আমার দু’টি একক এবং আইয়ুব বাচ্চুর সঙ্গে একটা দ্বৈত অ্যালবাম অসমাপ্ত অবস্থায় আছে। ফিরে এসে অ্যালবাম তিনটি শেষ করবো। তিনি আরও বলেন, বাঙালি বীরের জাত। বাঙালি যেখানে যায় মাথা উঁচু করে থাকে। আপনারা যেখানে যাবেন, যেমন থাকবেন মাথা উঁচু করে থাকবেন, এটাই আমার বিশ্বাস। এই অসময়ে আমি আপনাদের যে ভালবাসা পেয়েছি সেটা অবিস্মরণীয়। আমার জন্য আমার ভাই-বোন-বন্ধুরা যা করেছে-করছে- এমনটা যেন সবাই সবার জন্য করে, সেটাই কামনা করছি।


এদিকে আজম খানের উন্নত চিকিৎসার জন্য বড় অংকের তহবিল গঠনের অন্যতম উদ্যোক্তা ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু এদিন উপস্থিত থাকতে পারেননি। গতকাল সকাল থেকে তিনি চট্টগ্রাম থেকে টেলিফোনে সার্বক্ষণিক খবর নিয়েছেন পপ গুরুর। টেলিফোনে তিনি জানান, সবার সহযোগিতায় আমরা আজম ভাইয়ের চিকিৎসার সম্ভাব্য অর্থ জোগাড় করে ফেলেছি। এর জন্য জনসাধারণের কাছে সবিনয় আহ্বান জানাবার দরকার পড়বে না। আশা করি, উনার জন্য ঢাকঢোল পিটিয়ে চ্যারিটি শোও করার দরকার পড়বে না। আইয়ুব বাচ্চু আরও জানান, মাউন্ট এলিজাবেথের প্রাথমিক হিসাবে আজম ভাইয়ের সঠিক চিকিৎসার জন্য ২৮ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন। গেল তিন-চার দিনে আমরা এই পরিমাণ অর্থ প্রায় জোগাড় করে ফেলেছি। এখন শুধু প্রার্থনা করি, উনি যেন ভালয় ভালয় দেশে ফিরে আসেন। আগের মতো গান গাইতে পারেন প্রাণ খুলে, ড্রামস-গিটারের তালে তালে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, আজম খানের চিকিৎসা ব্যয় সংগ্রহের জন্য পুরো শিল্পী সমাজ শতভাগ আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটালেও গতকাল তাকে বিদায় জানাতে সে অর্থে কোন শিল্পী-সুরকার-গীতিকার কিংবা অডিও প্রযোজকদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। প্রায় ২০-২৫ জন মিডিয়াকর্মীর পাশাপাশি শিল্পীদের মধ্যে একমাত্র উপস্থিত ছিলেন শাহেদ।


এদিকে ব্যয়বহুল চিকিৎসার জন্য গেল সপ্তাহে আজম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন। সেই প্রেক্ষিতে গত মঙ্গলবার আজম খানের বড় মেয়ে ইমা খানের হাতে নগদ দুই লাখ টাকার চেক তুলে দেন। এছাড়াও এরই মধ্যে চ্যানেল আই ও এটিএন বাংলা প্রদান করে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা, মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) প্রদান করে আড়াই লাখ টাকা, বাংলাভিশন প্রদান করে তিন লাখ এবং বৈশাখী টেলিভিশন এক লাখ টাকা প্রদান করে। এছাড়াও আজম খানের চিকিৎসা সহায়তায় আরও এগিয়ে আসে দৈনিক প্রথম আলো, স্কয়ারসহ আরও বেশ ক’টি প্রতিষ্ঠান।

No comments:

Post a Comment

Khoj Khobor