August 12, 2009

ওয়ান ইলেভেনের ব্যাপারে বিদেশী কূটনীতিকদের ভূমিকা ছিল না

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, ওয়ান ইলেভেনের ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ বিদেশী কোন কূটনীতিকদের কোন ভূমিকা ছিল না। তবে বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ব্যবস্থা চলছে তাকে আমরা সমর্থন করি। তিনি গতকাল চিলমারীতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ যৌথ সামরিক মানবিক সহায়তা অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মরিয়ার্টি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হওয়া উচিত। তবে বিচার প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হওয়া উচিত। রাজনৈতিক বিবেচনায় যেন বিচার করা না হয়। সমাপনী অনুষ্ঠানে মরিয়ার্টি যৌথ সামরিক ও মানবিক অনুশীলন প্রসঙ্গে বলেন, এই অনুশীলনের একটি তাৎক্ষণিক উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর প্রকৌশল ও চিকিৎসা বিভাগের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি করা। এসব অনুশীলন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার ফলপ্রসূ ও পারস্পরিক লাভজনক সম্পর্কের দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাবি্বরুল করিম বক্তৃতা করেন। ৭২ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম, কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম উপস্থিত ছিলেন। দুপুর ১টার দিকে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে নির্মিত চিলমারী উপজেলার রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ সময় তিনি স্কুলের শিক্ষাথর্ী ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত যৌথ চিকিৎসা শিবির পরিদর্শন করেন। এ সময় তিনি রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। গত ১লা আগস্ট থেকে ১১ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ডেনক্যাপ, মেডক্যাপ ও ইনক্যাপ-এর আওতায় চিলমারী উপজেলার চর শাখাহাতি ও রাধাবল্লভ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ছাড়াও উলিপুর ও চিলমারী উপজেলার স্বাস্থ্য কমপ্ল্লেক্সে বিনামূল্যে চিকিৎসা শিবিরে প্রায় ১১ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। যৌথ প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ৬৩ জন সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর ২২৬ জন সদস্য যোগ দেন।

1 comment:

  1. খবরটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
    আরো লিখুন। নিয়মিত লিখতে থাকুন।

    aR
    Bangla Hacks

    ReplyDelete

Khoj Khobor