ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশের কাছে তিন উইকেটে হারল ওয়েস্ট ইন্ডিজ। ফলে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। অথচ এ সিরিজের আগে ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোন জয়ই ছিল না বাংলাদেশের। এনিয়ে ওয়ানডে সিরিজে ষষ্ঠবারের মত প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। কেনিয়াকে দুইবার, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে এবার যোগ হলো ওয়েস্ট ইন্ডিজের নাম। আজ বাংলাদেশ সময় ভোররাতে যখন মাহমুদউল্লাহ রিয়াদ এবং আব্দুর রাজ্জাক বিজয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তখনও হাতে এক ওভার এক বল বাকি। দু্ই উইকেট পেয়ে এবং ৫১ রানের হার না মানা ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মাহমুদউল্ল্লাহ রিয়াদ। আর সিরিজ সেরা হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। স্কোর : ওয়েস্ট ইন্ডিজ ২৪৮ (এন্ড্রু ফেচার ৫২, ফয়েড রেইফার ৪০, ড্যারেন সামি ৪০, ডাওলিন ৩৮, রাজ্জাক ৬৩/২, মাহবুবুল আলম ৪২/২, মাহমুদউল্ল্লাহ ৩৮/২)। বাংলাদেশ : ২৪৯/৭, ৪৮.৫ ওভার (জুনায়েদ সিদ্দিকী ৫৫, মাহমুদউল্ল্লাহ ৫১, তামিম ৩০, মুশফিক ৩১, নাঈম ২৬, কোমার রোচ ৬৩/৪, সামি ৩৭/২)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment