নতুন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (এনডিসি, পিএসসি) সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সেনা সদর দপ্তরে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন কমান্ড গ্রহণ বইতে স্বাক্ষর করেন। বিদায়ী সেনাপ্রধান মইন উ আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দায়িত্ব বুঝে নেওয়ার পর সেনাপ্রধান মুবীন প্রধানমন্ত্রী (প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও) শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল জেড ইউ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানের উপস্থিতিতে প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রধান আব্দুল মুবীনকে জেনারেল-এর রেংক ব্যাজ পরিয়ে দেন। প্রতিরক্ষা সচিব কামরুল হাসানসহ পদস্থ সামরিক কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মুবীনকে গত ৭ জুন সরকার সেনাপ্রধান নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। আব্দুল মুবীন যশোর এবং চট্টগ্রামের জিওসি ছিলেন। পরে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার নিয়োগ করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন লে. জেনারেল মুবীন। তিনি ১৯৭৬ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। বিদায়ী সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ সোমবার শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর সেনাসদরে সেনাবাহিনীর ঐতিহ্য অনুযায়ী সাঁজোয়া যানে স্ট্রিট লাইনিং এর মাধ্যমে মইনকে বিদায় জানানো হয়।
June 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment