June 4, 2009

সোহেল তাজের পদত্যাগ নাটকের অবসান


টানা তিনদিন অচলাবস্থার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগ নাটকের অবসান ঘটেছে। প্রধানমন্ত্রী, সহকমর্ী, আত্দীয়-স্বজন, শুভানুধ্যায়ীদের নানা উদ্যোগের পর পদত্যাগপত্র প্রত্যাহারে সম্মত হয়েছেন তিনি। গতরাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ যুগান্তরকে বলেন, শরীর সুস্থ থাকলে আজ তিনি অফিসে যাবেন। নিজ নির্বাচনী এলাকা কাপাসিয়ার নেতাকমর্ীদেরও আজ অফিসে যাওয়ার বিষয়ে অবহিত করেছেন বলে জানান তিনি। সোহেল তাজ পদত্যাগপত্র প্রত্যাহারে সম্মত হওয়ায় সরকারের নীতিনির্ধারকরাও স্বস্তি প্রকাশ করেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সোমবার সকালে তার একান্ত সচিবের মাধ্যমে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠান। এরপর গত তিনদিন ধরে তাকে এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বোঝানো হয়। পদত্যাগপত্র পাঠানোর পর বুধবার রাতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন তার বেইলি রোডের সরকারি বাসভবন মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট থেকে তাকে সঙ্গে করে যমুনায় নিয়ে যান। এর আগে দুই মন্ত্রী মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে প্রায় এক ঘণ্টা অবস্থান করে সোহেল তাজকে পদত্যাগের অনড় অবস্থান থেকে সরে আসার জন্য অনুরোধ করেন। তাদের অনুরোধে সন্ধ্যা ৭টায় প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তার গাড়িতে চড়ে যমুনায় যান। একই গাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনও ছিলেন। ওই গাড়ি অনুসরণ করে সোহেল তাজের বাসার সামনে অবস্থানরত তার সমর্থক কাপাসিয়ার কয়েকশ' নেতাকমর্ী যমুনার সামনে ছুটে যান। এসব নেতাকমর্ী তাদের প্রিয় নেতাকে টানা গত তিনদিন ধরে পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আসছিলেন। যমুনায় গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রায় দু'ঘণ্টা কথা বলেন। রাত ৯টায় তানজিম আহমেদ সোহেল তাজ যমুনা থেকে বের হয়ে গণমাধ্যমকে এড়িয়ে বেইলি রোডের সরকারি বাসভবন মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে ফিরে যান। কিছুক্ষণ পর স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও যমুনা থেকে বের হন। তিনিও গণমাধ্যমকে এড়িয়ে যান। তবে সকালে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের ইঙ্গিত দিয়েছিলেন, গতকালের মধ্যেই সোহেল তাজের পদত্যাগ নিয়ে জটিলতার অবসান হবে। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছিলেন, প্রতিমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি কিছুই জানেন না। সোহেল তাজ ৬-২৩ জুন পর্যন্ত ছুটি চেয়েছেন। তার দরখাস্তে সুপারিশ করে তা ঊধর্্বতন কতর্ৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, জ্বরে আক্রান্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অভিমান ভেঙেছে। তিনি যমুনা থেকে বাসায় ফিরে যাওয়ার পর কাপাসিয়ার নেতাকমর্ীদের সঙ্গে কথা বলেন। তাদের জানান, আজ অফিসে যাবেন। এরপর ছুটিতে আমেরিকায় গিয়ে পরিবারের সঙ্গে কিছুদিন কাটাতে পারেন। জানা গেছে, সোহেল তাজের বাসভবনে অবস্থানরত নির্বাচনী এলাকার নেতাকমর্ীরা প্রতিমন্ত্রী আজ অফিসে না যাওয়া পর্যন্ত বেইলি রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের সামনে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন।

No comments:

Post a Comment

Khoj Khobor