
২০০৭ সালের ৮ই জুলাই ফখরুদ্দীন নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে থাকাকালে জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ব নেন সেনাপ্রধান মইন উ আহমেদ। এর আগে এনএসসি'র দায়িত্বে ছিলেন তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা তপন চৌধুরী। সেনাপ্রধান দায়িত্বে থাকাকালে ক্রীড়াঙ্গনের আমূল পরিবর্তন সাধিত না হলেও প্রতিটি ক্রীড়া ফেডারেশনের সঙ্গে একটি করে বাণিজ্যিক ব্যাংককে জুড়ে দেয়ার ঘটনাটি সব মহলেই প্রশংসিত হয়েছিল। তাছাড়া তার দায়িত্বকালে প্রায় সব ক'টি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিটি ফেডারেশনকে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহী করতে বড় ভূমিকা পালন করেন। সমপ্রতি প্রতিটি উপজেলায় একটি করে খেলার মাঠ তৈরির ঘোষণাও দিয়েছিলেন সেনাপ্রধান।
No comments:
Post a Comment