April 21, 2009

অন্যায় শাস্তির অভিযোগ জলিলের

পদে রেখেও কাজ করতে না দেয়াকে অন্যায় শাস্তি বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল। তিনি বলেছেন, দলের প্রতি এখনও তার আনুগত্য অন্য যে কারও চেয়ে বেশি এবং নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে চান তিনি। গতকাল একটি বে-সরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আওয়ামী লীগের একমাত্র অত্যাচারিত ব্যক্তি। কোন ব্যাটা আছে যে, ওই পরিস্থিতিতে চিঠি সই না করে পারবে। যেখানে জীবনের ভয়, পরিবার পরিজনের ওপর অত্যাচারের ভয়। সন্তান সন্ততির জীবন নিরাপত্তাহীনতায়। আমি সেই অবস্থায় চিঠিতে সই করেছিলাম। বন্দি অবস্থায় বাইরে যারা ২৪ ঘণ্টা দালালি করেছে তারা ভাল আছে। তিনি বলেন, আমার নেত্রীও তো বলেছিলেন বাঁচার জন্য আমার বিরুদ্ধেও বলার দরকার হলে বলবেন। তারপরও আমাকে শাস্তি দেয়া উনার ঠিক হয়নি। হয় উনি মিথ্যা কথা বলেছেন, সঠিক কথা বলেননি। আর না হয় পরবতর্ীতে তিনি মানুষের দ্বারা ভুল পথে পরিচালিত হয়েছেন। বেগম মতিয়া চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করে আবদুল জলিল বলেন, মতিয়া চৌধুরী বলেছেন, জলিল ভাই আপনি একমাত্র লোক যিনি শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন। ওরা সব ভুলে গেছে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সত্য কথা বলতে সাহস পায় না ওরা। সাহস যদি থাকতো তারা বলতে পারতো যে একটি লোকের বিরুদ্ধে অন্যায় হচ্ছে। তিনি বলেন, আমি আমার দলের নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি আমার পার্টির দায়িত্ব পালন করতে চাই। আবদুল জলিল বলেন, তার সব ক্ষোভের কথা দলের সভানেত্রীকে জানিয়েছেন। তবে কোন উত্তর পাননি।

No comments:

Post a Comment

Khoj Khobor