নারায়ণগঞ্জকে বদনাম থেকে রক্ষা করতে সেলিনা হায়াত্ আইভীকে নারায়ণগঞ্জবাসীর ভোট দেওয়া উচিত। নারায়ণগঞ্জের সাংসদ সারাহ বেগম কবরী মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভীর পক্ষে ভোট চাইতে নেমে আজ বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে এসব কথা বলেন।
কবরী সিদ্ধিরগঞ্জের মিজিমিজি, উত্তরপাড়া, তালতলাসহ বিভিন্ন এলাকায় আইভীর পক্ষে প্রচারণা চালান। আইভীর পক্ষে প্রচারণার কারণ সম্পর্কে জানতে চাইলে কবরী প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জের বদনাম আছে। মানুষ একসময় নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে চিনত। আমি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট চেয়ে জয়ী হয়েছি। আজকে আইভীও সন্ত্রাসের বিরুদ্ধে। তাই ভোটারদের উচিত আইভীর পাশে যাওয়া।’
দলীয় সমর্থন শামীম ওসমান পেলেও আইভীর পক্ষে কেন যাচ্ছেন জানতে চাইলে কবরী বলেন, একজন লোকের চেয়ে দল অনেক বড়, দেশ আরও বড়। কাজেই কোনো একজন লোকের কারণে দলের ভাবমূর্তি নষ্ট করা ঠিক না। তিনি বলেন, ‘আমাদের সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হলে সেলিনা হায়াত্ আইভী নারায়ণগঞ্জকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। সে কারণেই আমি আইভীর পক্ষে ভোট চাইতে নেমেছি।’
কবরী সিদ্ধিরগঞ্জের মিজিমিজি, উত্তরপাড়া, তালতলাসহ বিভিন্ন এলাকায় আইভীর পক্ষে প্রচারণা চালান। আইভীর পক্ষে প্রচারণার কারণ সম্পর্কে জানতে চাইলে কবরী প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জের বদনাম আছে। মানুষ একসময় নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে চিনত। আমি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট চেয়ে জয়ী হয়েছি। আজকে আইভীও সন্ত্রাসের বিরুদ্ধে। তাই ভোটারদের উচিত আইভীর পাশে যাওয়া।’
দলীয় সমর্থন শামীম ওসমান পেলেও আইভীর পক্ষে কেন যাচ্ছেন জানতে চাইলে কবরী বলেন, একজন লোকের চেয়ে দল অনেক বড়, দেশ আরও বড়। কাজেই কোনো একজন লোকের কারণে দলের ভাবমূর্তি নষ্ট করা ঠিক না। তিনি বলেন, ‘আমাদের সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হলে সেলিনা হায়াত্ আইভী নারায়ণগঞ্জকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। সে কারণেই আমি আইভীর পক্ষে ভোট চাইতে নেমেছি।’
No comments:
Post a Comment