ভোটবিপ্লবে বিজয়ী প্রথম মেয়র সেলিনা হায়াত্ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জের জনগণ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। এখন আমাদের নারায়ণগঞ্জ আমরাই গড়ব।’ আজ সোমবার বেলা একটার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইভী এসব কথা বলেন। সকাল থেকে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল নিয়ে হাজির হয় আইভীর বাসায়। এমনকি ঢাকা থেকেও অনেকে তাঁকে শুভেচ্ছা জানাতে যান। ফল ঘোষণার পর থেকেই তাঁর বাড়িতে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আইভী নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে বলেন, ‘মেয়র হিসেবে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। এ সময় আমি আমার নীতি ও আদর্শ ঠিক রাখব। দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করব।’
আওয়ামী লীগের সমর্থন না দিলেও মেয়র নির্বাচিত হওয়ায় দলের সঙ্গে সম্পর্কে কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগে আছি। থাকব। আমাদের পরিবার কখনো আওয়ামী লীগের সঙ্গে বেঈমানি করেনি। তবে আমি যখন মেয়রের চেয়ারে বসব, তখন আমি আওয়ামী লীগের মেয়র নই। নারায়ণগঞ্জবাসীর মেয়র। সে সময় আমি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে নারায়ণগঞ্জবাসীকে নিয়ে একসঙ্গে কাজ করব।’
নবনির্বাচিত এই মেয়র বলেন, ‘আমি সারা জীবনই চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিলাম। এখনো আছি। আমার কোনো বাহিনী থাকবে না। আমি সব সময় জনতাকে নিয়ে সব অন্যায়ের প্রতিবাদ করব।’
No comments:
Post a Comment