ব্যারিস্টার ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির দ-াদেশপ্রাপ্ত আসামি কর্নেল (অব.) আবদুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদকে ৫ দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে তাকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় ৩ জনকে রিমান্ডে নেয়া হয়েছে।
গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, কর্নেল (অব.) আবদুল রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও সিম জব্দ করা হয়েছে। মেহনাজ গত এক মাসে তার ব্যবহৃত ২টি মোবাইল ফোন নম্বর থেকে যেসব ফোন নম্বরে কথা বলেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) সেসব নম্বরের সূত্র ধরে তদন্ত করছে।
মেহনাজ রশিদকে গতকাল বিকেলে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতের ম্যাজিস্টেট তানিয়া কামাল তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আবেদন শুনানি চলাকালে মেহনাজ কাঠগড়ায় তার শিশু নূশ হরিণ মেহেরুজকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আদালতে তার পক্ষে কোন আইনজীবী ছিলেন না।
মামলার তদন্তকারী সংস্থা ডিবির কর্মকর্তারা জানান, ব্যারিস্টার তাপসের ওপর বোমা হামলার নেপথ্য উদঘাটনে গোয়েন্দা পুলিশ প্রাথমিকভাবে ৪/৫টি বিষয়ে টার্গেট নিয়ে তদন্তে নেমেছে। একটি টিম হরকাতুল জিহাদ (হুজি) ও জেএমবির পলাতক জঙ্গিরা জড়িত কিনা তার তথ্য উদঘাটনে তদন্ত করছে। অন্য টিম বিদেশে পলাতক ডালিমসহ অন্য আসামিরা আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের মাধ্যমে যড়যন্ত্র করছে কিনা এবং ওই ষড়যন্ত্রের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা জড়িত আছে কিনা তাও বের করার চেষ্টা করছেন। সূত্র আরও জানায়, ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে ব্যারিস্টার তাপসের নাম এসেছে। তার জনপ্রিয়তা বেশি। এ নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল থেকে বোমা হামলা ঘটছে কিনা তাও খোঁজখবর নেয়া হচ্ছে। বিডিআর বিদ্রোহের পর দেশের একটি মহল বিদেশী গোয়েন্দা সংস্থার ইন্ধনে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে কিনা তা নিয়ে সন্দেহ করা হচ্ছে।
No comments:
Post a Comment