April 7, 2009

হাবিব পুরনো স্বাদে

গতকাল স্কটল্যান্ড থেকে ফিরে দেশে আছেন মাত্র একদিন এক রাত। আগামীকাল সকালে আবার উড়াল দিচ্ছেন লন্ডনের উদ্দেশে। যেখানে কেটেছে তার যৌবনের স্বর্ণালী কয়েকটি বছর। যেখান থেকে তৈরি হয়েছেন তিনি, তৈরি করেছেন 'কৃষ্ণ' অ্যালবামটি, সংগীতময় সময় কাটিয়েছেন প্রবাসী বন্ধু কায়া, হেলাল, শিরিনসহ এমন আরও অনেকের সঙ্গে। এবারের সফরে বিশেষ করে এই তিন বন্ধুকে নিয়ে আবারও গান তৈরির উদ্যোগ নিয়েছেন হাবিব। যাদের নিয়ে গান তৈরি করে এরই মধ্যে ব্যাপক সফলতাও পেয়েছেন তিনি। যার শুরুটা হয়েছিল কায়া'র 'কৃষ্ণ', এরপর কায়া-হেলালের 'মায়া' এবং শেষ হয়েছে শিরিনের 'পাঞ্জাবিওয়ালা' দিয়ে। তিনটি অ্যালবামই তৈরি হয়েছে সিলেট এবং চট্টগ্রামের আঞ্চলিক গান দিয়ে। লন্ডন যাওয়ার প্রাক্কালে হাবিব বলেন, এবার এ তিনজনকে নিয়ে একটি অ্যালবাম তৈরি করতে চাই। ওরা আমার ঘরের লক্ষ্মী'র মতো। তাছাড়া মাঝখানে খানিক বিরতিও হয়েছে। ওরাও আমাকে চাইছে এখন। আমিও ওদের বন্ধুতা এবং কণ্ঠ ফিল করছি বেশ কিছুদিন ধরে। আশা করছি, এ যাত্রায় একটা অ্যালবামের কাজ গুছাতে পারবো। হাবিবের এই সফর মাত্র ১০ দিনের। দেশে ফিরছেন চলতি মাসের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে। হাবিবের শেষ একক 'বলছি তোমাকে' এবং পিতার সঙ্গে দ্বৈত অ্যালবামটি প্রকাশের পর নিজের একক কিংবা দ্বৈত নিয়ে খানিক অনীহায় ভোগেন তিনি। কারণ প্রথম অ্যালবাম 'শোনো'র বাণিজ্যিক ধারাবাহিকা রৰা পায়নি এ দু'টি অ্যালবামে। সে জন্য মাঝখানে উদ্যোগ নিয়েছেন দেশের শীর্ষ তারকাদের নিয়ে একটি মিশ্র অ্যালবাম তৈরির। পছন্দসই তারকাদের কাছ থেকে সে অর্থে সাড়া না পেয়ে হাবিব এখন ফিরতে চাইছেন লন্ডন প্রবাসী পুরনো বন্ধুদের কণ্ঠ নিয়ে পুরনো স্বাদে। সে সঙ্গে চলছে সোহেল আরমানের প্রথম চলচ্চিত্র 'প্রেম'র পূর্ণাঙ্গ সংগীত পরিচালনার কাজ। চলছে অমিতাভ রেজারও একটি ভিডিও চিত্রের কাজও। সে সঙ্গে নিয়মিত বিজ্ঞাপন জিঙ্গেলের কাজ তো চলছেই। তাহলে একক অ্যালবামের কি খবর? কিংবা দ্বৈত? হাবিব বলেন, সিনেমা আর বিজ্ঞাপনের চাপে আমি ক্লানত্দ। সে সঙ্গে দেশ-বিদেশের স্টেজ শো। একক তো করবোই, তবে তার আগে ভিন্ন কিছু করতে চাই। দেখা যাক কি হয়।

No comments:

Post a Comment

Khoj Khobor