গত প্রায় একমাস যাবতই রেহানা আক্তার অসুস্থ ছিলেন। গতকাল পর্যন্ত তিনি একটি হাসপাতালে ভর্তি ছিলেন। গত তারিখেও তিনি আদালতে হাজিরা দিতে পারেন নি। এই তারিখেও তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানান। তিনি তার আইজীবীকে বিস্তারিত ভাবে শারীরীক অসুস্থতার কথা বললেও আইনজীবীকে তাকে যেভাবেই হউক আসার কথা বলেন। আইনজীবীর অনড় মনোভাবের কারনে তিনি আসতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান।
গত প্রায় তিন বছর আগে ১৩ পিস ভারতীয় শাড়িসহ আরো আট জনের সাথে জয়দেবপুরে আটক হন রেহানা। সেই থেকে তিনি হাজিরা দিয়ে আসছেন। প্রসুতির আইনজীবী এডভোকেট এনামুল হক (টিপু) তার চেম্বারের পাশের বাথরুমে মক্কেলের সন্তান ভূমিষ্ঠ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। চেম্বারের পাশের ইউনিক অটো ড্রাই ক্লিনার্সের মালিক তোফাজ্জল হোসেন জানান সকাল ৭:৩০ টার দিকে তারা ৯/১০ জন এসেছেন। হঠাৎ একজন প্রসব বেদনা অনুভব করলে স্থানাভাবে সাথের অন্য মাহিলারা তাকে বাথরুমে নিয়ে যান। সেখানে ৮ টার দিকে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে তিনি জানান।

No comments:
Post a Comment