April 13, 2011

আদিবাসীদের বিজু উৎসব


পার্বত্যাঞ্চলের আদিবাসীদের বিজু উৎসব নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে শুরু হয়েছে। আদিবাসী তরুণীরা আকাশে সূর্য উঠার সঙ্গে সঙ্গে নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীকে সাক্ষী রেখে মহান সৃষ্টিকর্তার কাছে পৃথিবীর সর্বজীবের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করে। আর সারা জীবন ফুলের মতো পবিত্র রাখতে, জনম জনম ধরে ফুলের মতো সুরূপতা দিতে, সব দুঃখ, বেদনা, গ্লানি, ব্যর্থতা গঙ্গার জলে ভাসিয়ে অনাগত সুন্দর, সফল ও সার্থক ভবিষ্যৎ দান করতে সৃষ্টিকর্তার কাছে আরাধনা করা হয়। আদিবাসী তরুণ-তরুণীদের নদীর জলে ফুল ভাসিয়ে প্রার্থনার মধ্যদিয়েই গতকাল থেকে পার্বত্য আদিবাসীদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব শুরু হয়েছে।

চাকমা রীতি অনুযায়ী গতকাল ১২ই এপ্রিল পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তিন দিনের সর্বজনীন উৎসব শুরু হয়। আজ উদযাপিত হচ্ছে মূল বিজু। আগামীকাল ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ গোজ্যাপোজ্যে দিন ও বর্ষবরণ উৎসব। গোজ্যাপোজ্যে দিন নানাবিধ পূজা-পার্বণ আর প্রার্থনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী উৎসব শেষ হবে। পার্বত্য আদিবাসীদের মতে, বিজু মানে আনন্দ, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন, সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় আর চেতনার নতুন প্রেরণা।

No comments:

Post a Comment

Khoj Khobor